Header Ads

Header ADS

সংবিধান সম্পর্কিত প্রশ্ন পর্ব (১) বাছাইকৃত

1.সংবিধানের কোন অনুচ্ছেদটি যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কিত?
উ:৪৭.

2.বাকসাল কততম সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল?
উ:৪র্থ.

3.মৌলিক অধিকার সম্পর্কিত আলোচনা সংবিধানের কোন বিভাগে?
উ:৩য় বিভাগ।

4."আইনের চোখে সবাই সমান" এটি সংবিধানের কততম ধারা?
উ:27 ধারা।

5.তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বাতিল করা হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে?
উ:পনেরো তম।

6.সংবিধান প্রনয়ন চালু হয় কবে?
উ:1972 সালের 23 মার্চ।

7.সংবিধান উত্থাপন হয় কবে?
উ:1972 সালের 12 অক্টোবর ।

8.গনপরিষধের প্রথম অধিবেশন কবে হয়েছিল?
উ:10 এপ্রিল 1972

9.সংবিধান প্রনয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উ:34 জন।

10.সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন কে?
ই: ড.কামাল হোসেন

11.একমাত্র মহিলা সদস্য হিসেবে সংবিধান রচনা কমিটিতে কে ছিলেন?
উ:রাজিয়া বেগম।

12.সংবিধানের কয়টি পাঠ?
উ:2টি।

13.সংবিধানের কি কি পাঠ রয়েছে?
উ:বাংলা ও ইংরেজী ।

14.সংবিধানের শুরু এবং শেষ কিভাবে হয়েছে?
উ:প্রস্তাবনা দিয়ে শুরু এবং সাতটি তফছিল দিয়ে শেষ।

15.সংবিধানের কয়টি ভাগ রয়েছে?
উ:11টি।

16.সংবিধানের কয়টি ধারা?
উ:153 টি।

17.হাতে লেখা সংবিধানের মূল লেখক কে?
উ:আ: রউফ।

18.সংবিধানের বৈশিষ্ট্য কয়টি?
উ:12 টি

19.সংবিধানের প্রথম মূলনীতি কি ছিলো?
উ:ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ,গনতন্ত্র,সমাজতন্ত্র।

20.জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার  কোন অনুছেদে রক্ষিত রয়েছে?
উ:3য় বিভাগের 32 অনুচ্ছেদে।

21.জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উ:৩য় বিভাগে,৩৪ অনুচ্ছেদে।

22.চলাফেরার স্বাধীনতা দেয়া হয় কোন অনুচ্ছেদে?
উ:৩য় বিভাগ ৩৬ অনুচ্ছেদ।

২য় পর্ব পাবেন খুব তাড়াতাড়ি।

1 comment:

Powered by Blogger.