ওয়েস্ট ইন্ডিজ দলের তিন ক্রিকেটারসহ মোট পাঁচ জন সদস্য করোনা আক্রান্ত
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজ দলের তিন ক্রিকেটারসহ মোট পাঁচ জন সদস্য করোনা পজিটিভ হয়েছে। এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মোট ছয় ক্রিকেটার পাকিস্তানে করোনায় আক্রান্ত হলেন।
১৬ ডিসেম্বর পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই ম্যাচের আগের করোনা পরীক্ষায় ওয়েস্ট ইন্ডিজের পাঁচ সদস্য করোনা পজিটিভ হয়েছেন। যার মধ্যে দুই জন স্টাফ ও তিন জন ক্রিকেটার। এর আগেও তিন জন ক্রিকেটারসহ চার জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
নতুন করে করোনায় আক্রান্ত তিন জন ক্রিকেটার হলেন শাই হোপ, অকিল হোসেন ও জাস্টিন গ্রেভস। বাকি দুই জন হলেন, সহকারী কোচ রোডি ইস্টউইক ও দলের চিকিৎসক অক্ষয় মানসিংহ। তারা ১০ দিন বা পিসিআর টেস্ট নেগেটিভ ফলাফল না আসা পর্যন্ত অবশ্যই তাদের আইসোলেশন পালন করতে হবে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, “আক্রান্ত তিন জন ক্রিকেটার আগামী ম্যাচটি খেলতে পারবেন না এবং এই পাঁচ জনই এখন আইসোলেশনে থাকবেন। তারা সবাই মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন। তারা আগামী ১০ দিন কিংবা পিসিআর টেস্টে নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকবেন।”
সিরিজ শুরুর আগেই পিসিআর টেস্টে করোনা ধরা পড়েছিল বাঁহাতি পেসার শেল্ডন কটরেল, ব্যাটার রস্টন চেজ ও কাইল মেয়ার্সের। ফলে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না তাদের। নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড আগেই ছিটকে গেছেন চোটের কারণে। সিরিজের মাঝপথে ছোট পেয়েছেন ডেভন থমাস। সবমিলিয়ে বেশ কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
No comments