নিয়োগ বিজ্ঞপ্তি জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া বালিয়া-২২৫১, ফুলপুর, ময়মনসিংহ।
জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া বালিয়া-২২৫১, ফুলপুর, ময়মনসিংহ। নিয়োগ বিজ্ঞপ্তি
নিম্নে উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষক ০১ জন।
(হিফজ বিভাগের জন্য
(ক) অবশ্যই পরিপূর্ণ ইয়াদ থাকতে হবে ও মশুরু করানোর
যোগ্যতা থাকতে হবে।
(খ) হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন বা যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
(গ) পূর্বে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে (নূন্যতম ২ বছর)
শিক্ষক ০১ জন। (কিতাব বিভাগের জন্য)
(ক) যে কোন হাদীসের কিতাব পড়ানোর যোগ্যতা থাকতে হবে। (খ) দাওরায়ে হাদীসে, বেফাক বোর্ড/আল হাইআতুল উল্ইয়া থেকে নূন্যতম, প্রথম বিভাগ (জায়্যিদ জিদ্দান) এ উত্তীর্ণ হতে হবে।
(গ) বাংলা সাহিত্য ও সম্পাদনায় অভিজ্ঞ হতে হবে। (ঘ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
হিসাব রক্ষক ০১ জন
) বানিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী থাকতে হবে। (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
(গ) সুন্নতে নববী (সা:) এর অনুসারী হতে হবে।
সম্মানী আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম সনদের ফটোকপি, শিক্ষাগতযোগ্যতার যাবতীয় প্রমানপত্র সহ স্ব-হস্তে লিখিত দরখাস্ত, আগামী ১৪-০৫-২০২২ ঈ. তারিখের মধ্যে, জামিয়ার অফিস কক্ষে, জমা দানের আহবান করা যাচ্ছে।
তারিখ: ২৫-০৪-২০২২ ঈ.
No comments