প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় গণভবন কমপ্লেক্স শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ www.mod.gov.bd
নম্বর ২৩,০০,০০০0.110.11.301.22.২৮৩
০১(এক)টি (অস্থায়ী পদ)
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ: ২৪ ফাল্গুন ১৪২৮/০৯ মার্চ ২০২২
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পুরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের
নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম, গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা
(জাতীয় বেতন স্কেল, ২০১৫) (১২,৫০০-৩০,২৩০/- টাকা) (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ অনুযায়ী)
3 1 প্ৰদৰ্শক প্রভাষক (গ্রেড-১১)
০১ (এক)টি (অস্থায়ী পদ)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং (খ) ইংরেজিতে কথা বলায়
পারদর্শী।
০২(দুই)টি ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় (স্বায়ী পদ) হতে স্নাতক বা সমমানের ডিগ্রি;
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং
1) (1) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি
প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং
বাংলায় ৪৫ শব্দঃ
সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) (১১,০০০-২৬,৫৯০/- টাকা) (বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০) অনুযায়ী)
কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) (১১,০০০-২৬,৫৯০/- টাকা) (সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী)
(ii) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ; এবং (iii) কম্পিউটারে
word processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে।
ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং
খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে। ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
8
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) (৯,৩০০-২২,৪৯০/- টাকা) (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ অনুযায়ী)
অফিস সহায়ক (গ্রেড-২০) (৮,২৫০-২০,০১০/- টাকা) (বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত ২০২০) অনুযায়ী) অফিস সহায়ক (CTG-২০)
(৮,২৫০-২০,০১০/- টাকা) (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ অনুযায়ী)
০১ (এক)টি (অস্থায়ী পদ)
০৯ (নয়) টি (স্থায়ী পদ)
০১(এক)টি (অস্থায়ী
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষ, রূপ) (1) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ, এবং (ii) কম্পিউটারে word processing সহ ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সুস্বাস্থ্যের অধিকারী।
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালি, নোয়াখালি রাঙ্গামাটি, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, সিলেট
ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
9
পদের নাম, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫)
নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)
পদের সংখ্যা
০৩(তিন)টি (অস্থায়ী
(৮,২৫০-২০,০১০/- টাকা) (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ অনুযায়ী)
পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০) (৮,২৫০-২০,০১০/- টাকা) (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কর্মচারী নিয়োগ
০১(এক)টি (অস্থায়ী
বিধিমালা, ২০২০ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, সাতক্ষীরা,
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার
প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
(ক) কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) সুস্বাস্থ্যের অধিকারী। (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র 통해 সার্টিফিকেট পদ) (জে.এস.সি) বা সমমানের পরীক্ষায় চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, সিলেট উত্তীর্ণ অথবা ২০১০ সালের পূর্বে ও সুনামগঞ্জ। অষ্টম শ্রেণি উত্তীর্ণ; এবং (M) সুঠাম দেহের অধিকারী
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১. প্রার্থীর বয়স ০১ মার্চ ২০২২
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন;
(8) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক ০১, ০২, ০৩ ও ০৪ নম্বর পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ মোট ১১২ (একশত বার) টাকা এবং ক্রমিক ০৫, ০৬, ০৭ ও ০৮ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬ (ছয়) টাকাসহ মোট ৫৬(ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"; প্রথম SMS: MOD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে; Example: MOD ABCDEF
Reply: Applicant's Name, Tk-112/- or 56/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type: MOD<space> YES<space> PIN and send to 16222.
দ্বিতীয় SMS: MOD<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে;
Example: MOD YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for MOD application for <post name > User ID is (ABCDEF) and Password (******) দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS-এর মাধ্যমে প্রাপ্ত Password পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে; (চ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও
স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত
পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই
প্রদর্শন করবেন;
(ছ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়; (জ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mod.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে;
(ঝ) শুধু Teletalk prepaid mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN
পুনরুদ্ধার করতে পারবেন;
i. User ID জানা থাকলে MOD<space> Help space> User space> User ID & Send to 16222. Example: MOD Help User ABCDEF & send to 16222
ii.
PIN জানা থাকলে: MOD<space> Help-space>PIN<space> PIN No & Send to 16222. Example: MOD Help PIN 12345678 & send to 16222. (ঞ) Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যে কোন অপারেটরের ফোন নম্বর
থেকে 01500-121121 কল করতে পারবেন। এ ছাড়া, vas.query@teletalk.com.bd এবং modadmin@mod.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে: (Mail এর Subject Organization "MOD", Post Name: ***** Applicant's User ID & Contact
Number অবশ্যই উল্লেখ করতে হবে); এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
No comments