মুখে মাস্কের বদলে ব্রা পড়লেন বিমান যাত্রী। তার পর ডা হলো
দেখতে দেখতে দুইবছর হয়ে গেল পৃথিবী অতিমারীর কবলে। কখনো সংক্রমণ বেড়েছে, কখনও কমেছে। তবে সব সময়ই পথে ঘাটে করোনা বিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যার অন্যতম হল মাস্ক পরা। কিন্তু মুখ ঢেকে প্লেনে ওঠা সত্ত্বেও নামিয়ে দেওয়া এক যাত্রীকে! কেন? আসলে তিনি তার মুখ ঢাকলেও, মাস্ক পরেননি। তার মুখকে আড়াল করে রেখেছিল টকটকে লাল রঙের অন্তর্বাস!
জানা যায়, অ্যাডাম জেন নামের এই ব্যক্তি আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা। যাত্রীদের জোর করে মাস্ক পরার ব্যাপারে প্রতিবাদ করতেই নাকি এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তার মতে, শুধু খাওয়া ও পান করা ছাড়া বাকি সময় মাস্ক পরে থাকতেই হবে, এই নিয়ম মেনে চলা কঠিন। এজন্যই তার এই প্রতিবাদ।
তবে অ্যাডাম জেন এবারই প্রথম কাজটি করেছেন তা কিন্তু নয়। এর আগে ১২ বার মুখে অন্তর্বাস পরে ভ্রমণ করেছেন তিনি। কিন্তু আগে কখনো তাকে বাধা দেওয়া হয়নি। তবে এবার আর রক্ষা হয়নি তার।
তবে শেষ পর্যন্ত এহেন প্রতিবাদের জন্য মূল্যও চোকাতে হল তাকে। অচিরেই বিমানকর্মীরা তাকে জানিয়ে দেন, এভাবে মুখে অন্তর্বাস পরে তাকে যাত্রা করতে দেওয়া যাবে না। জেন অবশ্য খুব বেশি আপত্তি করেননি। খানিকক্ষণ কথাবার্তা বলার পর নেমেও যান। তবে তিনি নেমে যাওয়ার পরে এক যাত্রী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন এমন সিদ্ধান্তের। তার প্রশ্ন, স্রেফ মাস্ক না পরার জন্য কাউকে কি বিমান থেকে সটান নামিয়ে দেওয়া যায়? তবে বাকিরা কেউ কিছু বলেননি। নির্বিঘ্নে বিমান তার গন্তব্যে পৌঁছে গিয়েছে। কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে জেনের কীর্তি।
No comments