Header Ads

Header ADS

যে দুই কারনে মুরাদ হাসান কে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি

মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। মাত্র দুটি কারণে তাকে কানাডার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।



নতুন দেশ’ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুরাদকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কানাডার বেশ কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মুরাদকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার কাছে করোনার সময়ে ভ্রমণ সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় তাকে ঢুকতে দেয়া হয়নি। তাছাড়া ইমিগ্রেশন থেকে তাকে জানানো হয়, কানাডায় মুরাদের প্রবেশ নিয়ে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছে। তারপর তাকে মধ্যপ্রাচ্যের একটি বিমানে তুলে দেওয়া হয়।

No comments

Powered by Blogger.