বাংলাদেশ নৌবাহিনী কমিশন্ড অফিসার নিয়োগ ২০২২/২৩ ইং এ ডিইও ব্যাচ
![]() |
ছবি সংগৃহীত |
বাংলাদেশ (নৌবাহিনীতে) কমিশন্ড অফিসার পদে নিয়োগ ২০২৩এ ডিইও (সংক্রান্ত) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘২০২৩এ ডিইও’ ব্যাচে একদম সরাসরি কমিশন্ড (অফিসার) পদে নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আগামী ৩১ মে ২০২২ইং তারিখের মধ্যে।
যে সকল শাখায় নিয়োগ দেওয়া হবে।
১.শিক্ষা শাখা [মহিলা /পুরুষ]
২. সাপ্লাই শাখা [ মহিলা/পুরুষ ]
৩. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা [পুরুষ]
৪. শিক্ষা শাখা [ইঞ্জিনিয়ার ]– মহিলা/পুরুষ
আবেদনের [সর্বনিম্ন] যোগ্যতা
ইলেকট্রিক্যাল ও ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে (নেভাল আর্কিটেকচার), ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে BSC ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। পরীক্ষার্থী কে SSC ও HSC উভয় পরীক্ষার মধ্যে নূন্যতম GPA–4.50 এবং Bsc ইঞ্জিনিয়ারিংয়ে CGPA-3.00 (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। পরীক্ষার্থীকে (প্রার্থীকে) অবিবাহিত হতে হবে।
সাপ্লাই শাখার মধ্যে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বা পরিসংখ্যান অথবা অর্থনীতি সাবজেক্টে সম্মান বা BBA ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে Ssc ও HSC উভয় পরীক্ষার মধ্যে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ–4.50 এবং (স্নাতক) পরীক্ষায মধ্যে CGPA-3.00 (৪ স্কেলে) হতে হবে। প্রার্থীকে অবশ্য অবিবাহিত হতে হবে।
শিক্ষা শাখায় আবেদনের জন্য যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ-রসায়ন-মনোবিজ্ঞান এবং আইন সাবজেক্টে স্নাতক(সম্মান)সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে। পরীক্ষার্থীকে SSC ও HSC উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–4.00 এবং স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় ন্যূনতম CGPA-3.00 (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। বিবাহিত বা অবিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য হবে।
শিক্ষা শাখায় [ইঞ্জিনিয়ার] আবেদন করার জন্য পাবলিক বা (প্রকৌশল বিশ্ববিদ্যালয়) থেকে [সিভিল ইঞ্জিনিয়ারিং], [আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং] ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে BSC ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে SSC ও HSC উভয় পরীক্ষায মধ্যে GPA–4.50 (৫.০০–এর স্কেলে) থাকতে হবে। BSC ইঞ্জিনিয়ারিং CGPA–3.00 (৪.০০–এর স্কেলে) থাকতে হবে। বিবাহিত বা অবিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য।
শারীরিক যোগ্যতা
সকল শাখার জন্য শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। নারীদের জন্য উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47 কেজি, বুকের মাপ স্বাভাবিক নিয়মে 28 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। উচ্চতা এবং বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য (নির্ধারিত) স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে।
অনলাইনে আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের www.joinnavy.mil.bd ওয়েবসাইটে ঢুকে ‘,Aply now’ অপশনে ক্লিক করে আবেদন পদ্ধতির অনুসরণ করতে হবে। আবেদনের শেষে অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ে এর মাধ্যমে আবেদন ফিস 700 টাকা পরিশোধ করতে হবে। আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকার / কলআপ লেটার/ ফরম কমিশন ২–এ এবং পারসোনাল information ফরম পাঠানো হবে। সে সকল ফরম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী সময়ে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ সঙ্গে নিয়ে আসতে হবে।
মনোনয়নের পদ্ধতি
প্রাথমিক স্বাস্থ্য এবং প্রাথমিক সাক্ষাতের জন্য আগামী ছয় (৬) থেকে নয় (৯) জুন পর্যন্ত BN College ঢাকা, মিরপুর–১৪–এ অনুষ্ঠিত হবে।
প্রাথমিক অবস্থায় (স্বাস্থ্য) ও প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা [ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা এবং শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং ছাড়া], ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অধ্যয়নকৃত সাবজেক্টে লিখিত পরীক্ষা আগামী ১০ জুন ২০২২ (পরিবর্তনযোগ্য) বিএন কলেজ ঢাকা, মিরপুর-১৪–এ অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এ সকল প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে।
আইএসএসবি পরীক্ষা চলাকালে প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরে নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.joinnavy.mil.bd ওয়েবসাইটে।
অনলাইনে আবেদনের লিংক : www.joinnavy.mil.bd
আবেদন ফি : 700 টাকা।
No comments