এসআই পদের জন্য বুদ্ধিমত্তা ও মৌখিকের মাসব্যাপী পরীক্ষা শুরু আগামী ৯ মে
বাংলাদেশ পুলিশে ক্যাডেট [সাব ইন্সপেক্টর] (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা সহ কম্পিউটার দক্ষতা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ প্রায় ২ হাজার ৫৫০ পরীক্ষার্থীর বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষার সময় ও সূচি প্রকাশ করেছ বাংলাদেশ পুলিশ ।
গত শনিবার রাতে (পুলিশ) হেডকোয়ার্টার্সের এক গণ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, কম্পিউটারে দক্ষতা ও পরীক্ষার মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধি*মত্তা এবং মৌখিক পরীক্ষা আগামী ৯ মে থেকে ক্রমে ধাপে ধাপে নেওয়া হবে। পরীক্ষা চলবে আগামী ৯ ই জুন ২০২২ পর্যন্ত।
প্রতিদিন দুই বেলা করে পরীক্ষা নেওয়া হবে। সকাল ৯টায় ও বেলা ২টায়।
প্রার্থীর বয়স, ও শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রার্থীদের নিম্নের ওয়েবসাইট থেকে http://police.teletalk.com.bd/home.php নতুনভাবে প্রবেশপত্র সংগ্রহ করার পর প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ পুলিশ হেডকোয়ার্টার্স, 6 ফিনিক্স রোড, ফুলবাড়িয়া, ঢাকা কার্যালয়ে উপস্থিত হতে হবে।
পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকতে হবে। লিখিত এবং মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্রও সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার্থীদের covid-১৯–সংক্রান্ত সকল স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা মধ্যে অংশগ্রহণ করতে বলা হয়েছে ।
উল্যেখ্য যে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য গত ডিসেম্বর মাসে পরীক্ষার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই বাচাইকরণসহ শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই বাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্ত পরীক্ষা মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের কে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা জন্য গত জানুয়ারিতে ডাকা হয়। লিখিত এবং মনস্তত্ত্ব পরীক্ষার সকল ফলাফল প্রকাশ করা হয় গত ১৭ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে । অতপর অনুষ্ঠিত হয় কম্পিউটারের উপর দক্ষতা পরীক্ষা। উন্নত বাংলাদেশের উপযোগী করে তুলার জন্য পুলিশকে মান সম্মত করে গড়ে তোলার লক্ষ্যে এবার নতুন নিয়মে এসআই পদের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
No comments