এক অণ্ডকোষ বিশিষ্ট পশু দ্বারা কুরবানী করা জায়েয?
এক অণ্ডকোষ বিশিষ্ট পশু দ্বারা কুরবানী করা জায়েয?
প্রশ্ন
আসসালামু আলাইকুম
মাননীয় মুফতি সাহেব
আমার প্রশ্নটি হল
যদি কোন পশুর জন্মগতভাবে একটা অন্ডকোষ থাকে তাহলে ঐ পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কি না?
প্রশ্নকর্তা- Abdullah Bin Hasan
উত্তর
بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুম সালাম
পশুর অন্ডকোষ একটা থাকুক বা না’ই থাকুক সকল বা সর্বাবস্থায় ঐ পশু দ্বারা কুরবানী জায়েজ হবে।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ مُوجَأَيْنِ،
হযরত জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি এরশাদ করেন, যে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কুরবানীর দিন দু’টি ধূসর রঙের শিংবিশিষ্ট ও খাসী করা দুম্বা যবেহ করেন। [ আবূ দাউদ, হাদীস নং-২৭৯৫]
والخصى أفضل من الفحل لأنه أطيب لحما (الفتاوى الهندية-5\399، جديد-5\345، تاتارخانية-17\434، رقم-27743)
ويضحى بالجماء والخصى (رد المحتار، كتاب الأضحية-9\467، البحر الرائق-8\323، تاتارخانية-17\426، رقم-27715)
والله اعلم بالصواب
উত্তর প্রদান করেছেন
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
No comments