Header Ads

Header ADS

বন্যার পানিতে ভেসে আসা মাছ ধরার বা খাওয়ার হুকুম কী?


 

বন্যার পানিতে ভেসে আসা  মাছ ধরার বা খাওয়ার  হুকুম কী?

প্রশ্ন
আসসালামু আলাইকুম
মাননীয় মুফতী সাহেবের 
নিকট  আমার জানার বিষয়  হলো, আমাদের অনেক গোলো বড় মাছের ঘের আছে। মাছ কে আটকে রাখার জন্য আমরা চতুর্দিকে জাল ঘেড়াও করে রাখি ।

কিন্তু বন্যার পানি অস্বাভাবিক হয়ে যাওয়ার  কারণে জালের উপর  সীমানা  দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। যার ফলে ঘেরের সব মাছ আশে পাশের সকল ক্ষেত খামার ও আশেপাশের  ডোবায় চলে গেছে অনেক।

আশেপাশের সকল লোকজন সেসব ক্ষেত খামার ও ডোবা থেকে মাছ জাল দিয়ে তা ধরে  নিয়ে যাচ্ছে।

আমার জানার বিষয়  হলো, আমাদের মালিকানাধীন লালন পালন করা এসব মাছ এভাবে অন্যদের শিকার করে নিয়ে যাওয়া বা খাওয়া কতটুকু ইসলামি  শরীয়ত সম্মত? দয়া করে জানাবেন।

প্রশ্নকর্তা- মোঃ আব্দুল আলীম

সুনামগঞ্জ থেকে

উত্তর

بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুম সালাম
বৃষ্টি অথবা  বন্যার কারণে যেসকল মাছ ঘেরে বা পুকুরের  সীমানার বাহিরে ক্ষেতে বা খামারে ও নালা/পুকুর  ডুবায় চলে গেছে। বা অন্যতায় চলে গেছে। যা মালিকের পক্ষে নতুন করে সেই মাছ শিকার করা ছাড়া ফিরিয়ে আনা কোন ভাবেই সক্ষম/ সম্ভব  নয়। সে সকল মাছ মালিকের মালিকানা থেকে একেবারে  মুক্ত হয়ে যায়।

তাই এসকল মাছ যে কারো জন্য শিকার বা ধরা এবং  খাওয়া জায়েজ আছে। এতে মালিক পক্ষ বাধা দেওয়ার শরয়ী কোন প্রকার  ইখতিয়ার বাকি থাকে না।

দলিল নাম্বার ০১
عن أبى هريرة رضى الله عنه عنن النبى صلى الله عليه وسلم قال: الصيد لمن أخذ لا لمن أثاره (نصب الراية للزيلعى، قيبل كتاب الرهن-4\319)

দলিল নাম্বার ০২
إذا دخل السمك فى حظيرة، فإما أن يعدها لذلك أولا، فف الأول يملكه وليس لأحد أخذه، ثم إن امكن أخذه بلا حيلة جاز بيعه، لأنه مملوك مقدور التسليم، وإلا لم يجز، لعدم القدرة على التسليم، وفى الثانى لا يملكه، فلا يجوز بيعه لعدم الملك، إلا أن يسد الحظيرة إذا دخل، فحينئذ يملكه، ثم أن أمكن أخذه بلا حيلة جاز بيعه وإلا فلا، وإن لم يعدها لذلك لكنه أخذه وأرسله فيها ملكه (رد المحتار، كتاب البيوع، باب البيع الفاسد، سعيد-5\61)
দলিল নাম্বার ০৩
قال فى الأصل: ومن اصطاد سمكة من نهر جار لرجل لا يقدر على اخذ صيده فهو للذى أخذه (الفتاوى الهندية-5\420)

والله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী, নরসিংদী।

ইমেইলahlehaqmedia2014@gmail.com

No comments

Powered by Blogger.