বন্দুক দিয়ে (গুলি করে) মারা পাখি খাওয়ার হুকুম কি?
বন্দুক দিয়ে (গুলি করে) মারা পাখি খাওয়ার হুকুম কি?
প্রশ্ন
আসসালামু আলাইকুম
আমার প্রশ্ন হচ্ছে।
বন্দুক বা এজাতীয় বস্তু দিয়ে গুলি করে মারা পাখি গুলো খাওয়ার হুকুম কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুম সালাম
যদি বন্দুকের গুলির কারণে পাখিটি একেবারে মারা যায়, তাহলে এই পাখিটি খাওয়া জায়েজ হবে না। তবে যদি পাখিটি কে গুলি করে আহত করে এবং তারপর সেই পাখিটিকে আল্লাহর নামে জবাই করা হয়, এবং সেই পাখিটি থেকে রক্ত প্রবাহিত হয়, তাহলে এই পাখিটি খাওয়া জায়েয হয়ে যাবে।
দলিল নাম্বার ০১
وقال ابن عمر فى المقتولة بالبندقة: تلك الموقوذة، وكرهه سالم والقاسم ومجاهد وإبراهيم وعطاء والحسن (صحيح البخارى-2/823)
দলিল নাম্বার ০২
عن ابن عمر: أنه كان لا يأكل ما أصابت البندقة والحجر (المصنف لابن أبى شيبة-10/408، رقم-20087)
দলিল নাম্বার ০৩
فإن أدركه الرامى أ, المرسل حيا ذكاه وجوبا فلو تركها حرم والحياة المعتبرة هنا أى فى الصيد ما يكون فوق ذكاة المذبوح (الدر المختار مع رد المحتار-10/55)
দলিল নাম্বার ০৪
لا يحل صيد بندقة والحجر والمعراض والعصا وما أشبه ذلك وإن جرح (رد المحتار، كتاب الصيد-10/60)
والله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক -তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
FacebookTwitterEmail
No comments